আমাদের অর্জন সমূহ :
১. ডাল, তেল, মসলা জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা ও প্রণোদনার মাধ্যমে বীজ ও সার প্রদান করা হয়েছে ।
২. ভুর্তুকিতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ (গোদাগাড়ী উপজেলায় তেল প্রকল্পের 2 টি পাওয়ার টিলার প্রদান করা হয়েছে।
৩. রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মিনি কনসেলার ৪৯ টি, গার্ডেন ট্রিলার ১৯ টি, ফুট পাম্প 36 টি, রাইস উইডার ১৮ টি এবং পটাটো ডিগার ৩ টি প্রদান করা হয়েছে।
৪. সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তার মাধ্যমে কম্বাইন হারভেস্টার ২৩ টি রিপার ৩ টি এবং পাওয়ার থ্রেসার ১০ টি প্রদান করা হয়।
৫. ধান, গম পাট ও তেল ফসলের উৎপাদন ও গবেষণায় ব্যাপক সাফল্য অর্জন।
৬. আইপিএম প্রকল্পের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন ও প্রশিক্ষণ প্রদান ।
৭. খুচরা সার বিক্রেতা নিয়োগ করে কৃষকের দোরগোড়ায় সার পৌছানো নিশ্চিত করণ ।
৮. মান সম্মত বীজ উৎপাদন ও সরবরাহ বৃদ্ধিকরণ, ডিজিটাল কৃষি প্রবর্তন এমনকি গ্রাম পর্যায়ে কৃষি তথ্য ও যোগাযোগ স্থাপন
৯. আউশ আবাদ বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রণোদনা প্রদান ।
১০. সেচ সুবিধা বৃদ্ধিকরণসহ সেচের জন্য বিদ্যুৎ ব্যবহারে নিশ্চিত করণ।
১১. গণমাধ্যমে কৃষি বিষয়ক তথ্য, অনুষ্ঠান, ও সংবাদ সম্প্রচার ।
১২.উল্লেখযোগ্য হারে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ।
১৩. মৌসূমী পতিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করণ ও অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনা ।
১৪. চার দফায় সারের মূল্য হ্রাস করে সরকার সারের মূল্য কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসে,
ফলে ফসল উৎপাদনে সুষম সার ব্যবহার হচ্ছে এবং প্রতি বছর হেক্টর প্রতি ফলন বাড়ছে।
বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের কৃষির বর্তমান অবস্থান-
ফসলের জাত উদ্ভাবনের শীর্ষে
সবজি উৎপাদনে ৩ য়
চাল উৎপাদনে ৪র্থ
আম উৎপাদনে ৭ম
আলু উৎপাদনে ৮ম
মোট ফল উৎপাদনে ২৮ তম
পেয়ারা উৎপাদনে ৮ম
কৃষি তথ্যের ভান্ডার খ্যাত মোবাইল আ্যাপসঃ
কৃষকের ডিজিটাল ঠিকানা
কৃষকের জানালা
বালাইনাশক নির্দেশিকা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস