Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গোদাগাড়ীতে টমেটোর দামে কৃষকের হাসি
বিস্তারিত

দৈনিক যুগান্তর 

সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি শীতকালীন টমেটো উৎপাদন হয় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। প্রায় দুই দশক ধরে এই উপজেলায় টমেটো চাষ হচ্ছে। প্রতি মৌসুমেই বিপুল পরিমাণ টমেটো উৎপন্ন হয় এখানে। গতবার কৃষকরা টমেটোয় লাভ করেছিলেন। এবারও তারা লাভের মুখ দেখছেন। কৃষি বিভাগ বলছে, গোদাগাড়ীর কয়েক হাজার চাষী শুধু টমেটো চাষ করেই স্বাবলম্বী হয়েছেন। চলতি মৌসুমে টমেটোর আশানুরূপ ফলন হওয়ায় এবং ভালো দাম পাওয়ায় ক্ষেতের কাঁচাপাকা টমেটো হাসি ফুটিয়েছে কৃষকের মুখে। রাসায়নিক সার ছাড়াই উৎপাদিত টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে ছড়িয়ে পড়ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, প্রায় দুই যুগ ধরে গোদাগাড়ীর টমেটো অবদান রাখছে জাতীয় অর্থনীতিতে। রাজশাহীতে শীত মৌসুমে টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ থাকে সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে শুধু গোদাগাড়ী উপজেলাতেই ২ হাজার ২৫০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়। যেখান থেকে ১ লাখ ৫৫ হাজার ৪৫ টন টমেটো উৎপাদন হয়। ফলে আমের পর টমেটো এই অঞ্চলে কৃষিবিপ্লব ঘটিয়েছে। গত মৌসুমে এ উপজেলায় ২ হাজার ২৫০ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছিল। তবে চলতি মৌসুমে ২ হাজার ৯৫০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। এখান থেকে অন্তত দেড়শ’ কোটি টাকার টমেটো কেনাবেচা হবে বলে আশা করা হচ্ছে। গতবছর বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকরা এবারও টমেটো চাষে আগ্রহী হয়েছেন। ফলে চলতি মৌসুমে আবাদ বেড়েছে।

গত মৌসুমে আশানুরূপ দাম পাওয়ায় কৃষকরা আবারও তাদের জমিতে টমেটো চাষে ঝুঁকছেন। টমেটো চাষে কৃষি বিভাগের আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ, নজরদারি ও বাজারে উন্নত বীজ পাওয়ায় এখন টমেটোর ফলন ভালো হচ্ছে। তবে কয়েক বছরের তুলনায় সার, বীজ, কীটনাশক ও সেচের দাম বাড়ায় টমেটো চাষের খরচও বেড়েছে। আগে এক বিঘায় টমেটো চাষের খরচ ছিল ১২ হাজার টাকা। এখন ১৮ বা ২০ হাজারের কমে হয় না। তবে লাভ থাকে প্রায় ৪০ হাজার টাকা। গোদাগাড়ীর কাদিপুর এলাকার চাষী আজমল হক সুমন বলেন, টমেটো পাকার সঙ্গে সঙ্গে ক্যারেটজাত করে বাজারে নিয়ে আসতে হয়। কাঁচামাল তাই ঘরে রাখা যায় না। আবার মাঠেও ফেলে রাখা যায় না। ফলে ব্যবসায়ীদের কাছে চাষীরা অনেকটাই জিম্মি। টমেটো সংরক্ষণের জন্য সরকারিভাবে হিমাগারের ব্যবস্থা করলে স্থানীয় চাষীরা তাদের ফসলের আরও ভালো দাম পাবেন। গোদাগাড়ীতে টমেটো কিনতে যাওয়া ঢাকার ব্যবসায়ী কামাল হোসেন জানান, এক সপ্তাহ আগে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা মণ ধরে টমেটো কিনছেন। এখন মণপ্রতি আরও ২০০ টাকা করে কমেছে। কিন্তু কৃষকরা ১ হাজার টাকা মণ দাম পেলেও ভালো লাভ করবেন। ব্যবসায়ী সোহরাব আলী বলেন, টমেটো কেনার পর কয়েক ধাপে বাছাই করতে হয়। বিশেষ করে পোকায় খাওয়া ও দাগ পড়া টমেটো বাছাই করতে হয়। এছাড়া স্প্রেসহ অন্য খরচ মিলে মণপ্রতি অন্তত ১৫০ টাকা খরচ হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামছুল হক বলেন, ভালো লাভের আশায় কৃষকরা এখন টমেটো চাষ বেশি করছেন। কৃষি বিভাগ থেকে আমরা বীজের মান নিয়ে বেশি গুরুত্ব দেই, যাতে কেউ নিুমানের টমেটো বীজ নিয়ে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন। ফলন ভালো হচ্ছে। কৃষকরাও ভালো দাম পাচ্ছেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
19/12/2020
আর্কাইভ তারিখ
31/12/2022