সোনার দেশ
রাজশাহীর গোদাগাড়ীতে পুষ্টি চাহিদায় সম্মন্বিত কৃষি উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল (২৭ সেপ্টেম্বর) ১০ টায় উপজেলা হলরুমে গোদাগাড়ী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, কৃষি অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা (এল আর) রোজাউল করিম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল কাদের, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামশুল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মতিয়ার রহমান প্রমুখ। কর্মশালায় জানানো হয় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের সমন্বয়ে প্রান্তিক কৃষকদের নিয়ে ২ বছরের জন্য পাইলট প্রকল্প শুরু হয়েছে। উপজেলার ১০০ জন কৃষককে প্রশিক্ষণ দিয়ে কারিগরী ও প্রযুক্তির নির্ভর কৃষি উন্নয়ন করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টেকহোল্ডার কনসুলেশান প্রকল্পটি রাজশাহী, কুড়িগ্রাম ও কুষ্ঠিয়া জেলার ৬টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS